হাটছি একা জোস্না রাতে.......









...................হাটছি একা..................

দিঘীর জলে ঝোনাক জ্বলে ,
দিঘীর পদ্ম ফুলে,


ঝিরঝিরিয়ে বাতাস বহে ,
আর সর মিলিয়ে কহে,

হাজার সালে হাজার রাতে ,
চাদের সাথে সাথে,



নুয়ে পড়া বাশের আগায়,
চাদের জোস্না ঝরে ,

চাদেঁর আলোয় ফুল ফুটে ,
আর নিশাচরে ছোটে
,


লক্ষী পেচাঁর লক্ষী মুখে
চাদঁ হাসে সুখে.........

"এমন সনে - এমন ক্ষনে
হাটছি একা নিঝুম বনে " 

Share on Google Plus

About Zobayer Ahmmed

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment