অব্যক্ত রচন

মাঝরাত,
নিরকাশ কালো আঁধারে
আচ্ছন্ন স্বপ্নিল ভুবন।
তাড়া করে কিছু অতীত স্মৃতি,
না বলা কিছু অব্যক্ত রচন।

কিছু পুরনো কবিতা
কিছু পুরনো গান-
সবই আগের মত
স্মৃতির পাতায় অম্লান।

তবু বদলে গেছি আমি
নির্মম সত্য এই,
আলো জ্বেলে পথপানে
প্রতীক্ষা আর নেই।
Share on Google Plus

About Zobayer Ahmmed

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment