তোমার থেকে দূরে আছি,দিতে পারি নাই গুলাপ,
মন্টা আজ অনেক খারাপ,পারিনাই বলতে শুভ রাত্রি,
রাত্রটি যখন আসবে নেমে,দেখবে আমি তোমার পাশে,
রাত্রটি তখন সুন্দর হবে,না ডাকতেই পাশে পাবে,
মনের অজাল মনের চন্দে ,আসে কত নীত্রো কথা,
যতই থাকি দূরে আমি,হঠাৎ করে বলব তেমায় শুভ রাত্রি।
(লগনে আসা কথা)
- Blogger Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment