কিছু বলার ছিলনা,শুধু চিঠিটা লেখলাম,
মন্টা তোমার,পিরত যদি দাও তার যাওয়াব খানি,
জীবন যদি হয় চন্দে আঁকা,তুমি কেন করবে চিঠিটা নিয়ে খেলা,
মন্টা ছিল নীরব,করলে তুমি খেলা,
যদি নাই পারো,কেন দরলে হাত,
পাঠিয়ে ছিলাম চিঠি,করলে তুমি গ্রহন,
দরলে দুটি হাত,আজ করছে অবোহেলা,
মনে একটা কথা ছিল,সেটা আজ কষ্ট দায়াক হলো,
বাসোনা ছিলো অলপো,কামোনা ছিলো অধিক,
করবে তুমি এমন,মনে ছিলোনা তখন,
আসা করি ভালো আছো,থেকো তুমি সারা জনম,
কষ্ট আর পেতে চাই না,বিদায় লগনে জানাই।।।
- Blogger Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment