তোমার নই আমি,ছিলাম অন্য রকম,
তুমি আমায় ডাকলে পিছ ,বললে কিছু কথা,
ভালবাসার চেয়ে বড় বস্তু , ভবে আর নাই,
প্রেমাস্পদের কাছেই-প্রেমীকের ঠাঁই,
বল ছিলে অনে কথা,চিন্তা ছিল একটু,
আমার মনের বাউল চরন,একটু ক্ষানি জল,
প্রান্ত ডাকা সেই আশা,তুমি করলে খেলা,
তোমার মনের আশা বাত,লোকি কতার চোয়া বালি,
তোমার মনের প্রিয়াল আশা,একটু করে কথা,
আজ আমি অবোলা প্রান্তর,কাঁধছি নিরালায়,
কষ্ট আমার প্রান চোয়া,করলে তুমি আমায় নিয়ে করলে খেলা,
এভাবে বাঙ্গবে মন ভাবে নাই কখন....................
বল ছিলে অনে কথা,চিন্তা ছিল একটু,
আমার মনের বাউল চরন,একটু ক্ষানি জল,
প্রান্ত ডাকা সেই আশা,তুমি করলে খেলা,
তোমার মনের আশা বাত,লোকি কতার চোয়া বালি,
তোমার মনের প্রিয়াল আশা,একটু করে কথা,
আজ আমি অবোলা প্রান্তর,কাঁধছি নিরালায়,
কষ্ট আমার প্রান চোয়া,করলে তুমি আমায় নিয়ে করলে খেলা,
এভাবে বাঙ্গবে মন ভাবে নাই কখন....................
0 comments:
Post a Comment