ভালবাসা এমন,
একটুখানি ছোঁয়ার জন্য কেঁদে ফিরে মন।
দূরে থেকেও বুকের মাঝে থাকে সারাক্ষণ।
ভালবাসাটাই যে এমন।
হাতে রেখে হাত, চোখে রেখে চোখ,
হৃদয় গহীনে অজানা এক সুখ।
তনু মন শুধু তারে বাহুডোরে চায়,
ডুবে যেতে চায় মাতাল প্রেমের নেশায়।
শতজনের মাঝে সে এক প্রিয় আপনজন।
ভালবাসাটাই যে এমন।
হৃদয়ের মাঝে বাঁধে হৃদয়ের বাসা,
অকাতরে বিলিয়ে দেয় সকল অভিলাষা।
আসে যত তুফান, আসে যত ঝড়,
রুখে সে সকল বাধা, থাকে সে অনড়।
দুঃখের অনলেও সুখ খুঁজে পায় সে জন।
ভালবাসাটাই যে এমন!!
0 comments:
Post a Comment