বলার ছিল অনেক কথা,বলতে দিলেনা তুমি,

ডাক যখন আমায়,বললে যখন সে কথা,
বলিনােই কিছু আমি,
কলি থেকে ফুল হয়,
মন থেকে ভালবাসা হয়,
হৃদয় থেকে অনুভূতি হয়,
ভাবনা থেকে আশা যাগে,
তোমার ছিল কথা গুল,
আজ তিয়াশি মন কেন কাঁধে,
তোমায় মন থেকে ভালবাসি বলে,
বদলে গেছিল অনেক কিছু,
মনেতে ছিল তোমার প্রথি অনেক ভালবাসা,
আজও তোমার আশায়,নিরবে বশে আমি,...................
0 comments:
Post a Comment