** পরিযায়ী পাখি **
-ইদানিং তোমার কথাগুলো বদলে যাচ্ছে,
সেই পরিচিত গন্ধে আমার আর ঘুম আসে না ।
লুকানো নেশার মত না পাওয়ার কষ্ট
তোমাকে এখন কুরে কুরে খাচ্ছে,
তোমার কবিতায় স্থান পেয়েছে
অবসাদ, মৃত্যু আর প্রিয়ার সহাবস্থান,
কোনদিন প্রেমের কবিতা তো তুমি লেখোই না ।
: ঠিক বলেছিস তুই, দেখছিস না
আমার দরজায় পোঁতা আছে কালের শেষ খুঁটিটা -
দৌড়ে পেরিয়ে গেলেই সব অতীত, ভবিষ্যতের স্বপ্ন শেষ ।
জানিস,
এখন আমার একমাত্র সঙ্গী নৈ:শব্দ,
আমার সাথে কথা বলে,
কষ্ট পেলে আমাকে ভোলায়, বলে
এবার তাহলে "একলা একলা পথ চলা"।
আমি তো কোনদিন বন্ধুত্বের দাবী রাখিনি,
শুধু রাত্রির কাছে চেয়েছিলাম - একটা সুন্দর ঘুম
আর পরিযায়ী পাখিদের কাছে একটা রঙীন স্বপ্ন;
তবু কেন উচ্ছাসের নদী শুধু একটানা বয়ে যায়
দু-পাড়ের ছায়াছবি স্থির-নির্বাক হয়ে যায় ?
আর আমি, এখনও ঘড়ির কাঁটার লেজ ধরে
প্রাণহীন চর হয়ে পড়ে আছি তার অপেক্ষায়।
0 comments:
Post a Comment