
কি এমন ভূল আমি করেছি
যে ভূলে আজ কাঁধিয়েছও আমায়
আমি বার বার ভুলতে চেয়ে
ভূলতে পারিনি তোমায়
যে ভূলে আজ কাঁধিয়েছও আমায়
আমি বার বার ভুলতে চেয়ে
ভূলতে পারিনি তোমায়
যে আঘাত তুমি আমায় দিয়েছো
সেই আঘাতে আজ আমি খুব অসহায়
তুমি ছাড়া আমার মনের আকাশ
নীরবে কেঁধে যায়
জানিনা কেনো তুমি
নিঃস্ব করে দিলে আমায়
যত কষ্ট দাও তুমি
তবুও আমি থাকবো তোমারি অপেক্ষায়।।
সেই আঘাতে আজ আমি খুব অসহায়
তুমি ছাড়া আমার মনের আকাশ
নীরবে কেঁধে যায়
জানিনা কেনো তুমি
নিঃস্ব করে দিলে আমায়
যত কষ্ট দাও তুমি
তবুও আমি থাকবো তোমারি অপেক্ষায়।।
0 comments:
Post a Comment