*** কেন চলে গেলে আমায় কাঁদিয়ে ***







একটি অদ্ভুত ভালবাসার গল্প...:-

 একটি অদ্ভুত ভালবাসার গল্প...:-
একটি মেয়ে একটি ছেলেকে পাগলের মত ভালবাসে... ভালোই চলছিল তাদের দিন কাল...
১ বছর পর মেয়েটা খেয়াল করল ছেলেটা তাকে আর আগের মত ভালবাসে না...
তাকে avoid করে চলে... একটা সময় ছেলেটা মেয়েটার সাথে যোগাযোগ বন্ধ করে দিলো...
মেয়েটা জানতে পারলো ছেলেটার নতুন গার্লফ্রেন্ড হয়েছে...

মেয়েটা এই বিষয় নিয়ে ছেলেটিকে প্রশ্ন করতেই সে বলে অতীত ভুলে যাও...
মেয়েটা বেইমান বলে কাঁদতে কাঁদতে ফিরে এলো ...
সে কিছুতেই ছেলেটিকে ক্ষমা করতে পারলো না...

এই ঘটনার ৬মাস পরে মেয়েটার কাছে ছেলেটার মৃত্যু সংবাদ এলো
ছেলেটা মারা যাবার আগে মেয়েটার জন্য একটা চিঠি রেখে গিয়েছিল...
ছেলেটার এক বন্ধু এসে মেয়েটাকে টা দিয়ে গেলো...
মেয়েটা রাগে চিঠি টা ফেলে রাখলো
রাতে ছেলেটার কথা খুব মনে পড়ছিল

সে চিঠিটা খুলে পরতে শুরু করলো

বিধাতার করুন পরিহাসে আমরা এক হতে পারলাম না
যেদিন আমি জানলাম আমি আর ৬ মাস বাঁচব সেদিন থেকে বুকে পাথর চেপে তোমার সাথে অভিনয় শুরু করলাম... ভেবেছি তুমি আমাকে ভুল বুঝে দূরে সরে যাবে...
তাই তোমার থেকে দূরে থেকেছি... যখন তুমি এটা পড়বে আমি তোমার থেকে অনেক দূরে থাকবো... আমার কারনে তোমার চোখে আমি অশ্রু দেখতে পারবো না...
তাই তোমার সাথে এমন করেছি... আমাকে ক্ষমা করে দিয়ো...



চিঠি টা পরতে পরতে মেয়েটার চোখের জলে চিঠি টা ভিজে গেলো......










ভালো থেকো তুমি

ভালো থেকো তুমি,
চলতি পথে, বাসে কিংবা অন্যকোন খানে,
যখনই দেখি,
বলি, "ভালো থেকো তুমি"।

হয়তো আমি ভালো নেই,
হয়তো পুরোনো দিনগুলো আমাকে লুকিয়ে কাঁদায়,
হয়তো তোমার জন্য লিখতে বসি,
সবাইকে হাসিমুখ দেখিয়ে, ভেতরে ভেঙ্গে পরি শক্ত আমি,
তারপরও বলি, "ভালো থেকো তুমি"।

এখনো আমি কিসের অপেক্ষায় থাকি,
বাজবেনা যেনেও ফোনটার দিকে তাকিয়ে,
দিন যায়, বেলা যায়,সন্ধ্যা ফুরায়,
তারপরও বলি, "ভালো থেকো তুমি"।

আমি জানি,
হয়তো আমার আর ভালো থাকা হবে না,
হয়তো স্মৃতিগুলো বুকে নিয়ে বেঁচে থাকবো,
সময়ের স্রোতে একদিন হারিয়ে যাবো,
তবুও বলি, "ভালো থেকো তুমি"









 "♥ I Love U ♥"

 ছেলেটা ভয়ে ভয়ে প্রপোজ করেই ফেলল ।
যা ভেবেছিল!
মেয়েটা রেগে পুরো আগুন!
Class শুরু হতে স্যারকেও বলে দিল!
ও ব্যাটা আরেক বেরসিক! সাথে সাথে ক্লাস থেকে বের করে দিল
এবং সাত দিনের জন্য ছেলেটার কলেজ
আসা বন্ধ ঘোষণা করল! ! !
যাবার সময় ছেলেটার
গোবেচারা চেহারা দেখে মেয়েটা কোথায়
যেন একটু দুর্বলতা বোধ করল, এক সপ্তাহ পর
ছেলেটা যখন ফিরল তখন সেটা আর
একটুতে সীমাবদ্ধ নেই ।
"♥ I Love U 2oo♥"
ছোট্ট একটা চিরকুটেলিখে ছেলেটার বইয়ের
ফাঁকে গুঁজেদিল মেয়েটি . . . . . . . ... কিন্তু মেয়েটা অবাক হয়েবুঝতে পারল
ছেলেটা খুবই অভিমানী! একমাস হয়ে গেল
কিন্তু
ছেলেটা কথা বলা তো দূরের কথা তার
দিকে তাকালো পর্যন্ত না !! মোরাল :
যে তোমাকে ভালবাসে তাকে ভালবাসতে না পারলে ও
তাকে কষ্ট দিবেন না কারণ
ভালবাসার মানুষ কষ্ট দিলে তা অনেক গুন
বেশি মনে হয় ! আরেকটা মোরাল :
বইয়ের ভিতর প্রেমপত্র!!!
এইডা কোন বুদ্ধি হইল ?
কলেজের ছেলেরা বছরে কয়বার বই
খুলে দেখে আপনারাই বলেন !!






 ღღk.jණණ বন্ধুত্ব.......ღღ

মুখের ভাষা যদি থাকে অতি মিষ্ট
সে বন্ধু চেনা বড় কষ্ট!
বন্ধু হওয়া সহজ ব্যাপার
যদি জোর থাকে চাপার.....
ভাল বন্ধু হতে গেলে
বন্ধুত্বের ডোরে বাঁধতে হলে....
বিশ্বাস অটুট রাখতে হবে
বিশ্বাস ছাড়া বন্ধু পেয়েছে কে কবে?
মুখে মুখে বুলি নয়
তাতে বন্ধুত্বের ঘাটতি রয়,
ঠাঁই দিয়ো অন্তরে
যতই দুরে থাকো, ধূঁ ধূঁ প্রান্তরে ।
বন্ধুত্বের সম্পর্কের নাই কোনো সীমানা
বন্ধুত্বের সম্পর্ক অলিখিত এবং অজানা ।
ভাগ কর অনুভূতি
এতে হবে না কোন ক্ষতি,
বন্ধুত্বের তরে রেখো না কোন শর্ত
এতে ক্ষুন্ন হয় বন্ধুত্বের স্বার্থ ।
বন্ধু যদি থাকে হাজার মাইল দুরে
মন থেকে তার যেও নাকো সরে।
বন্ধুত্বের মাঝে রেখো না কোন ব্যবধান
বন্ধুর মাঝেই পাবে তুমি, সমস্যার সমাধান ।
বলে কয়ে হয় না কারো সনে বন্ধুত্ব
সহজ সরল ভাষায় তারে কর যদি মত্ত.....
বন্ধু তোমার যদি হয় সে
সুখে দুখে যাও তার সাথে ভেসে......
বন্ধুত্বের সুযোগ নিলে
এই বুঝি বন্ধু হারালে !
প্রকৃত বন্ধু পাওয়া কষ্ট
স্বার্থপরতায় সম্পর্ক নষ্ট।
মনের মত বন্ধু পেতে যত মত....
সম্পর্কে উভয়কে থাকতে হবে সৎ.....।
সব বন্ধু হউক আমার মত
যোগাযোগটা অটুট, কাজ থাকুক শত।
বন্ধুত্বের হাত দিলাম বাড়িয়ে
প্রিয় বন্ধুরা যেয়ো না কখনো হারিয়ে...।
স্বার্থের কাছে হয়ো না নত
সুখে দুখে পাশে থাকি, এই হউক ব্রত।
========================








"ভালবাসার কষ্ট"

"ভালবাসার কষ্ট"

যে দিন আমি ভালবেসেছিলাম তোমায়
বিন্দু পরিমানও ভালবাসনি আমায় ।
যে দিন তোমার সামনে ধরেছিলাম গোলাপ
মুখটা বাকিয়ে তুমি শোনালে পাষণ্ড সংলাপ ।

যে দিন প্রেম ভিখারী হয়ে গেলাম তোমার দ্বারে
মিথ্যে অপবাদে তাড়িয়েছিলে দূরে ।
যে দিন এসেছিলাম প্রশান্তির পরশ পেতে
তুষের আগুনে তুমি দিয়েছিলে ছেঁকে ।

যে দিন তোমার চুলের খোপায় দিয়েছিলাম ফুল
অকারনেই বুঝলে আমায় ভুল ।
যে দিন ধরে ছিলাম হাত, ভাঙ্গাতে তোমার ভুল
অহংকারে চলে গেলে তুমি যাবে বুজি কুল ।

যে দিন আমার প্রেমের মুকুল ঝড়ছে অনাদরে
সে দিন এসেছো সাজাহানের মমতাজ হয়ে ।
যে দিন আমার জীবন প্রদীব অস্ত যাওয়ার পালা
এসেছো দেখতে তুমি সেই মরন রজ্ঞ খেলা ।

যে দিন ডেকেছিলাম আসনি সে দিন তুমি
এসেছো তখন ভেঙেছে যখন এ জীবন ভুমি ।
Share on Google Plus

About Zobayer Ahmmed

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment