একদিন আমি তোমাকে ভালবেসেছিলাম ।
শুধু তোমাকে আর বৃষ্টিকে ।
কিন্তু আমার বৃষ্টিস্নাত একান্ত ক্ষণগুলোতে
আমি কখনো তোমাকে পাইনি ।
আমার স্বপ্ন বোনা সেই সব মুহূর্ত গুলোতে
তুমি আমাকে অম্ল অপেক্ষার ঝুল
বারান্দায় বসিয়ে রেখেছ নিছক অবহেলায় ।
একসময় তুমি হাসিমুখে বেরিয়ে
আসবে বৃষ্টির পর্দা সরিয়ে ।
হাতে থাকবে ফুলের গুচ্ছ,
চোখের দ্দৃষ্টিতে ক্ষমা ।
সবকিছু কিন্তু আগের মতো হবে না ।
কারন আমি এখন বৃষ্টিকে
ভালবাসতে শিখেছি ।
ঝড়তে থাকা জলকণা গুলোর
সমস্টিকে তুমি বৃষ্টি বল ।
আমি এইসব জলকণা গুলোকে
আলাদা করে চিনতে শিখেছি ।
আমি জেনেছি ভালবাসা
বড়ো শর্ত সাপেক্ষ
রঙ্গিন স্বপ্নের মতো বড়ো ঠুনকো ..
সব চেয়ে বেশী যাকে ভালোবাসি,
সবচেয়ে বেশী ঘৃণা করি তাকেই ।
আমার ভালোবাসার কুসুম পাত্রে
যে জন ঢালিছে ছলনার নীল বিষ ।
এ সেই জন যাকে আমি ভালবেশে
সপে দিয়েছিলাম নিজেকে ।
বিনিময়ে সে আমাকে দিল
অবিশ্বাসের কটু গন্ধময় এক বিষাক্ত জীবন ।
একদা আমার পুরো পৃথিবী বলতে
ছিল যে জন আজ তাকেই
আমি সবচেয়ে বেশী ঘৃণা করি
তাকেই সব চেয়ে বেশী ভালোবাসি আজও ।
একদিন ভালবেসেছিলাম
শুধুই তোমাকে ।
আমার মুগ্ধতার শুরু
আর শেষে ছিলে শুধুই তুমি ।
হয়তো খুব সাধারন ছিলাম
আমি তাই তুমি আমাকে
তোমার খেলার সাথী করলে না,
তোমার মুগ্ধতা ছিল
আকাশের বিশালতায়
তাই সবসমায় চাইতে আকাশ ছুতে।
আর মাটি হয়ে তাই শুধু বারবার
তোমার পদদলিত হতাম আমি,
যতবার তুমি আকাশে উড়াল দিতে চেয়েছ
ডানা ভেঙ্গে ফিরে এসেছ আমারই বুকে ।
বিপদের বন্ধু বলে কোনদিন
স্বীকৃতি জোঠেনি আমার কেবলি
তোমার ব্যর্থতার দায় নিতে হয়েছে বারবার ।
আজ তুমি খেলার সাথী
বদলাতে বদলাতে ক্লান্ত ।
তুমি আজ এবার এসেছ আমার দুয়ারে,
তোমার শরীরে আজ বহু নখের
আচরের কালশিটে দাগ,
চোখে অনেক না ঘুমানো রাতের ক্লান্তি।
আমি মাটি তাই তোমাকে
আশ্রয় আমাকে দিতেই হবে ।
কিন্তু তুমি হয়তো জাননা
হয়তো ঠিকই বাসবে ভালো কিন্তু
সেদিন আমি তোমার পাশে রইব না,
শান্ত হয়ে গভীর ঘুমে জরিয়ে যাবো
আর কখনো ভুল করেও জাগবো না।
ভালোবাসার অজুহাতে আর কোনদিন
তোমায় আমি আমার কাছে ডাকবো না,
নাম না জানা অচিন দেশে
হারিয়ে যাব আর কোন দিন ফিরব না ।
আর কোনোদিন চলার পথে
আগের মতো আমায় তুমি আর দেখবে না ।
গোধূলি বেলার আকাশ
তুলেছে আলোর জোয়ার,
নীলাকাশ ছুয়ে আজ
খুলেছে হৃদয় দৃয়ার।
একঝাক বুনো হাস
ফিরে গেছে নীড়ে, সাথী তার
সাথে হারায় অজানার প্রান্তরে ।
আমার হৃদয় আজ খুজে
ফিরে হারানো সুখ।
কল্পনায় জমা হয়
স্মৃতির সংসার।
দুরে দেখ মাথা তুলে
দাড়িয়ে সনাতন সময়।
যে সময় বয়ে চলে নিরবে
ডাকে হাত ঘড়ি।
নদীর স্বচ্ছ জলে
দেখি আমার বেদনার্ত মুখ,
তুমি নেই বলে আমি
একা হয়তো এতেই আমার সুখ!!








0 comments:
Post a Comment