তোমার সেই কথা
-তোমার লুকনো আঁচলের প্রতিটি ভাঁজে
লুন্ঠিত হৃদয়ের সংখ্যাতত্বে অনীহা আমার..
তোমার দীঘল চোখের কাঁজলের গভীরে
দেখেছি নিস্পাপ প্রেমের মৃত্যু অগণিতবার। তোমার নিটোল দেহের ছন্দে মন্দাক্রান্তার আহ্বান
রক্তকোষে মাদকতা, অজানা শিহরণ, অবিরাম স্বগতোক্তি-
তোমার স্ফুরিত অধরের রক্তিমতায় জয়ের অদম্য স্পৃহা
চুম্বন - দংশনে রক্ত পিপাসু ইচ্ছের হুটোপুটি ।
আমার শব্দতো তোমার কর্ণকুহর ভেদ করার কথা নয়!
তোমার দৃষ্টিসীমা থেকে যোজন যোজন দূরে থাকা এই আমার
বেদনার নীলচে আলোকরশ্মিটা তোমার কর্ণিয়া ভেদ করে
রেটিনার কোন্ কোষেওতো পৌছানোর কথা নয়!
আমিতো তোমার আখিঁতে ঢেলে দেইনি
দু'ফোঁটা লোনা জল!
তবে কি করে বুঝলে প্রিয়তমা?
তবে কি তোমার ষষ্ঠ ইন্দ্রিয়কে ছুঁয়েছে আমার দীর্ঘশ্বাস ?
তাই কি আমার জন্যে পাঠিয়ে দিলে এক আঁজলা প্রেম ?
আমিতো তোমার করতলে গুঁজে দেইনি
বিরহী শ্লোকের একটুকরো পংক্তি!
আমিতো বাতাসে ছড়িয়ে দেইনি
পুষ্পিত কষ্টের ঝাঁঝাল ঘ্রাণ!
যা কিনা বাষ্পিত হয়ে প্রবেশ করবে তোমার হৃদরন্ধ্রে।
হৃদয়ে থেকে থেকে স্মৃতিদের মৌন মিছিল আজ বড়ই ক্লান্ত।
তবুও, নিশ্চিত যেকোনো সময়
আসবে ডাক নীল খামে ।
যদিও তেমন প্রস্তুতি নেই আমার।
অন্য কোথাও নয়,প্রকৃতিই স্বর্গ -
গাছের সবুজ-আভায় মিষ্টি রোদের খেলা,
শাখায় শাখায় পাখির সু-মধুর কলতান ।
জীবন চলেছে জীবনের ছন্দে,
জীবনের রথ থেমে নেই ।
অনেক দূরে আকাশের গায়ে
ছিটেফোঁটা মেঘ,
নবান্নের গন্ধ বাতাসে,
রাসযাত্রার ধূম,
সুন্দর সময়ের সতেজ অনুভব
কুয়াশার আবেশ মন্থর আবছা।
ভাবনাগুলোও এখানেই নানা-ভাবে আবর্তিত
মাছেদের উল্লাস নদীর জলের মৃদু স্রোতধারায়,
মন পড়ে থাকে এখানে সেখানে,
ভালবাসার বিস্তীর্ন হৃদয় জুড়ে।
0 comments:
Post a Comment