ভালবাসি তোমায়, জানে এ হৃদয়
তবু তুমি বোঝোনা॥
মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম,
পড়ে নিও তুমি মিলিয়ে নিও
খুব আদরে তা লিখে ছিলাম॥
মন অল্পতে প্রেমের গল্পতে
ভাবনায় স্বপ্ন আঁকি,
নানা অভিমানে আবেগের গানে
সারাক্ষণ তোমারই ছোঁয়া রাখি॥
ভালবাসি তোমায়, জানে এ হৃদয়
তবু তুমি বোঝোনা॥

0 comments:
Post a Comment