আমি কি তোমার মত এতো ভালবাসতে পারি!
আমি তো শুধুই নিরব পায়ে কাছে আসতে পারি।।
তোমার ও প্রেম যেন পাগল ঝড়ের হাওয়া
এ প্রেম আমার জানে শুধু ধূপের জ্বলে যাওয়া।
আমি কি সহজে ঐ জয়ের হাসি হাসতে পারি!
তোমার জীবন জুড়ে ফাগুন ফুলের মেলা
জীবন আমার জানে শুধু ঝরা পাতার খেলা।
আমি কি অথৈ সুখের খেয়ায় বলো ভাসতে পারি!
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 comments:
Post a Comment