একটি ভালোবাসা দিবস







ধুর ভালোবাসা দিবস মানে আবার কি? ভালবাসার জন্য আবার কি দিন থাকে নাকি?
কিসব জিনিস ?সহজ ভাষায় এগুলো কোন ধরনের হাংকি পাংকি!

আজ সে তরুণের গল্প কিংবা সে তরুণীর গল্প,যে যাই বলুক তার কাছে আজ ভালোবাসা দিবসের গল্প,ভালোবাসার মানুষ টার সাথে চায়ের আড্ডায় কাটিয়ে দেবে তার ভালোবাসা দিবসের এক সন্ধ্যা,মনে হবে যেন হাজার বছর পরে পৃথিবীর বুকে কোন এক সন্ধ্যায় শুধু তারা দুজন।এমন দিনের অপেক্ষায় তারা থাকে ভালোবাসার অন্যরকম স্বাদের অপেক্ষায়।
আবার কেউবা হয়তো ভালোবাসার সংজ্ঞাটাকে নিয়ে যাবে অন্য কোথাও,হাজার বছরের সবচেয়ে আকাঙ্খিত দিন মনে করে ভালোবাসাটাকে দেবে অন্য মাত্রা।
আবার হয়তো তাদের মধ্যেই কেউ,যারা প্রেম করতে করতে,ভালবাসতে বাসতে কখনোই ক্লান্ত হয়না,তাদের ভালবাসার দিনগুলোর মধ্য থেকে একটা দিন কাটিয়ে দেবে অসহায়দের ভালোবসে।
ঠিক তখনই হয়তো একঝাক মানুষ জীবনের উন্মাদনাকে ভালোবেসে ভালোবাসা হারিয়ে ফেলবে কোন রঙ্গীন পানীয়ের বোতলে ,কিংবা অন্য কোথাও,যেখানে ভালোবাসা ভুলে যাবে কয়েক মুহূর্ত কিংবা কিছু সময়ের জন্য।রঙ্গীন আলোয় ভালোবাসা হারিয়ে যাবে সিগারেটের মত জ্বলতে জ্বলতে।
যারা জানবে না,ভালোবাসা কি তারাও হয়তো দিনটার কথা শুনে আনমনে উল্লাসিত হবে,যারা একটু আগে বলেছিলো ভালোবাসা দিবস আবার কি?তারাই হয়তো এই দিনে একখানা সেলফি তুলে বলবে আজকেও আমরা সিংগেল!



আজাইরা কোন কাম কাজ নাই তো তাই এসব জিনিস।অন্যদিকে এক ললনা বসন্তের আগমনী সুর বাসন্তী রঙ শাড়ী পড়ে প্রেমিকের হাত ধরে কাটিয়ে দিতে চায়,জানান দিতে চায় সারা প্রকৃতির সবাইকে।ভালোবাসা দিবস তাদের জন্য।প্রতিদিন একই ভাবে প্রেম করতে করতে হয়তো অনেক বিরক্ত।কেমন আছো ?কি করো ?খাইসো?খাওয়াবা এসব জিনিস নিয়েই যাদের প্রতিদিনের রুটিন ,তারাই হয়তো প্রতিদিনের বাইরে একটা দিন নির্ভেজালে,অতি স্বস্তিতে কাটিয়ে দেবে নিজের মত করে।

এটা আমি আমার কথা বলছি,আপনি হয়তো ভাবতে পারেন এই দিনটা আমি কেন প্রেমিকার সাথে কাটাবো?আমি তো আমার মায়ের সাথে ও কাটাতে পারতাম?এই কথা তারাই বলবে যারা মাকেও স্বার্থের জন্যই ভালোবাসে।মাকে ভালোবাসার জন্য কোন আলাদা দিবসের প্রয়োজন হয়না।মাকে অবাক করে দিতে পারেন বড়জোর মা দিবসে।মায়ের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনা কখনো হয়না।কারণ এমন সময়ও আসে যখন আপনার প্রেমিকাকেও মনে হবে স্বার্থপর ।কিংবা কোন প্রেমিককে!

দিনটিকে ঘিরেই সবার কত্ত কত্ত আয়োজন!সবাই ই ভালোবাসে নিজের মত করে আর তাদের সবাই ই এই দিনটিকে নিয়ে ভালোবাসা নিয়ে ভালবাসার পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনায় কাটিয়ে দেবে,আর সে তারাই দাঁড়িয়ে থাকবে স্বার্থপর কারও জন্য ভালোবাসার কোন উপহার নিয়ে।যথারীতি খালি হাতে মিথ্যে ভালোবাসার শূন্য ঝুলি নিয়ে হাজির হবে অপরজন।তারপরও সবাই ভালোবাসা দিবসের আলোচনায় ব্যস্ত থাকে।ভালোবাসায় ব্যস্ত থাকে সব ভাবে।ভালোবাসা দিবস আসে যায়,কেউ ভালোবাসা পায় ,কেউ হারায় আর কেউ হয়তো থাকে ভালোবাসার প্রতীক্ষায়।

Share on Google Plus

About Zobayer Ahmmed

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment