যে কথাটা বলা হয়নি কখনো
আর কোনদিন হয়ত বলাও হবেনা
তাই অব্যক্ত কথার সাক্ষ্য দিচ্ছি শুভ্র কাগজের বুকে .....
আমি নিভৃতে তোমায় করেছি লালন হৃদয় গহীনে
তুমি হয়ত জান..
... কতটা নিবিড় করে কতটা যতনে রয়েছো আজও
সেই প্রথম অনূভবের মতন
দশটা বসন্ত দিয়েছি পাড়ি
অব্যক্ত কস্ট নিয়ে...
আরো বসন্ত আসুক নিঃসঙ্গ একাকী
তবুও বলবো না ব্যক্ত করে ভালোবাসি ভালোবাসি.
যেমন তুমি বলোনি
অথচ আমরা জানি
হৃদয়ের গহীনে আজো বসন্তের কোকিল বলে
ভালোবাসি ভালোবাসি খুব ভালোবাসি............
About Zobayer Ahmmed
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 comments:
Post a Comment