তোকে কেন এতটা ভালবাসি !







তোকে কেন এতটা ভালবাসি !
কেন তোকে নিয়ে হারিয়ে যাই বহুদূর !
কেন এতো টান...
ভালবাসা এমন কেন হয় !
মাঝে মাঝে খুব অবাক হই !
... কত দূরে থাকিস !
তবুও কিসের এতো টান ?
ও আমার ভালবাসা ♥
বলনা রে ?
আমাকে বলে দেনা রে...?

আজকে তোর ছবি দেখে,
কখন যে চোখের কোনে এক ফোটা জ্বল এসে জমে আছে !
টের'ই পাই নাই  !!

ভালবাসি তোকে অনেক অনেক বেশী !
আমার পরান ময়না পাখি ♥
Share on Google Plus

About Zobayer Ahmmed

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment