- নতুন আশা, নতুন প্রান। নতুন সুরে, নতুন গান। নতুন ঊষার, নতুন আলো। নতুন বছর কাটুক ভালো।……….শুভ নববর্ষ……..
- জীবনের রং বড় বিচিত্র, কখনো লাল কখনো নীল। কখনো মুক্ত পাখির মতো। কখনো আবার চুপসে যাওয়া ফুলের মতো। হারিয়ে যায় কত চেনা মুখ। থেকে যায় শুধু অনাবিল সূখ।
- নীল নীলিমায় দূরে কোথায় মন যে হারায় ব্যাকুলতায় মনে পরে যায়। একটা কথাই শুধু মন জানতে চায় অবেলায় অবসরে মনে কি পরে আমায় “আই মিছ ইউ”
- ভোরের মিষ্টি রোদের আলোয় মিছ কল দিও, ক্লান্ত দুপুরে মনে পরলে এসএমএস করিও, গভীর নিঝুম রাতে যদি ভয় লাগে তবে ফোন কর ভূতের গল্প শুনাব, কেমন!!!!!!
- একটু কানে শুনো। একটু আমায় জানো? একটু সময় দিও। একটু খবর নিয়ো? একটু যখন একা। একটু দিয়ো দেখা? একটু নিয়ো খোঁজ। একটু ভেবো রোজ? একটু আমায় ডেকো। ভীষন ভালো থেকো
- নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন। নতুন রাত বাকা চাঁদ। রঙ্গীন হোক ঈদের রাত।
- ভালোবাসার মাঝে সুখ আছে। ভালো থাকার মাঝে কষ্ট আছে। দূরে রাখার মাঝে টান আছে। মনে রাখার মাঝে প্রান আছে। তাই মনে রেখ আমায় চিরদিন।
- দূর নীলিমায় নয়, আছি তোমার পাশে, খুজে দেখ আমায়, পাবে হৃদয়ের মাঝে, শুনবনা কোন গল্প, গাইবো শুধু গান যে-গান-এ আছে শুধু ভালোবাসার টান……”শুভ ভালোবাসা দিবস”
- সকাল তো অনেক হয় বর্ষার মতো নয়, সময় তো অনেক হয় গোধূলীর মতো নয়, রাত তো অনেক হয় পূর্নীমার মতো নয়, বন্ধু তো অনেক হয় তোমার মতো নয়। দয়া করে এসএমএস করো।
- কিছু কিছু কবিতা লিখার আগে ভাষা হারিয়ে যায়। কিছু কিছু কথা বলার আগে সময় ফুরিয়ে যায়। কিছু কিছু স্বপ্ন দেখার আগে ঘুম ভেঙ্গে যায়। কিছু কিছু মানুষ আপন হওয়ার আগে দূরে চলে যায়। কেন এমন হয়?
- রাতে জোসনা, দিনে আলো, কেন তোমায় লাগে ভালো? গোলাপ লাল, কোকিল কালো, সবার চাইতে তুমি ভালো। আকাশ নীল, মেঘ সাদা, সবার চাইতে তুমি আলাদা। “শুভ সকাল”
- টিপ টিপ বৃষ্টির টুপ টুপ শব্দ, ঝির ঝির বাতাসের মৃধু মৃধু গন্ধ। মিট মিট তারাদের লুকু চুরি খেলা, এই নিয়ে ভালো থেকো সারা বেলা…….{শুভ সকাল}
- সুখের জন্য “স্বপ্ন”, দুখের জন্য “হাসি”, দিনের জন্য “আলো”, চাঁদের জন্য “নিশি”, মনের জন্য “আশা”, তোমার জন্য রহিল আমার “ভালোবাসা”…….শুভ সকাল।
- যদি দেখা না হয় ভেবোনা দূরে আছি। যদি কথা না হয় ভেবোনা ভূলে গেছি। যদি না হাসি ভেবোনা অভিমান করেছি। যদি ফোন না করি ভেবোনা হারিয়ে গেছি। মনে রেখো তোমায় আমি ভালোবাসি।
তোমাকে হয়নি বলা কতটা ভালবাসি তোমাকে হয়নি বলা এক পলক দেখার
জন্য কতটা উতলা আমি… তোমাকে হয়নি বলা চোখ বন্ধ করেও
তোমাকে দেখতে পাই… তোমাকে হয়নি বলা যতটা কষ্ট
তোমাকে দেই তার চেয়ে অনেক বেশি কষ্ট নিজে পাই…
তোমাকে বলতে পারিনা একা একা তোমার সাথে কথা বলি কিন্তু
তুমি সামনে আসলে সবই হারিয়ে ফেলি……..
- ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষণ। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঁঝে। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।
- ভালবেসে ভালবাসা বেঁধেছি আমি হৃদয়ের বাঁধনে, ছিরবেনা বাধন তুমি না চাইলে।
তুমি যাকে ভালোবাসো তার কাছে তুমি পাবে 0%।
যে তোমাকে ভালোবাসে তার কাছে তুমি পাবে ১০০%।SO,
0 comments:
Post a Comment