না আসে কান্না ,,
-আজ মনে হচ্ছে হারানো আর প্রাপ্তি নিয়েই মনে হয় প্রতিটা মানুষ এর জীবন ,,
এই পৃথিবীতে সবারই জীবনে হয়তো কিছু প্রাপ্তি আর কিছু হারানো থাকে ,,
তাই না , তবে তুমি জানো জীবনের অনেকটা সময় ,
অনেকটা পথ পার হয়ে আজ কেন জানি আমার মনে হচ্ছে ,
আমার হারানোর চেয়ে আমার প্রাপ্তিটা অনেক বেশী ,,
তুমি ভাবছ তো সেটা আবার কেমন করে হয় ,,
তবে দেখ আমি তো শুধু তোমাকে হারিয়েছি ,,,
কিন্তু বিনিময়ে পেয়েছি কষ্ট
,,দুঃখ ,,
নষ্ট কিছু স্মৃতি,,
চোখের কান্না ,,
স্বপ্ন আর হৃদয় ভাঙ্গার বেদনা ,,,
তো আমি কি বলতে পারি না হারানোর চেয়ে আমার প্রাপ্তিটা অনেক বেশী ,,
তাই হয়তো এখন আর নতুন করে কিছু পেতে চাই না ,,
আসলে নতুন করে কিছু পাওয়ার ইচ্ছাটা আমার আর হয় না ,,
আমার এই ছোট্ট মনটাতে আমি আর কি রাখব বল ,,
তোমার দেয়া উপহার গুলোই তো এখন ও স্বযতনে বুকে ধরে আছি ,,
তাই তো শুধু বলবো তোমাকে আলতো করে একটু ছুঁয়ার ইচ্ছা আমার আর করে না ,,
তোমার জন্য নিজের অজান্তেই আমার চোখের কোনে একটু কান্না আসে না ,,,
0 comments:
Post a Comment