ভালবাসা কী?
-ভালবাসা কী?
কাকে বলে?
এর সঙ্গা জানা নেই আমার।
জানি তার তরে হৃদয়ের টান।
যার টানে বিপুল জলরাশিতে জোয়ার আসে।
পুরো পৃথিবীটা জোৎস্নায় ভাসে।
নীল আম্বর মাটিতে মিশে।
কৃষ্ণচূড়ায় আগুন লাগে।
ভালবাসা কী?
কাকে বলে?
জানিনা।
জানি তার তরে হৃদয়াবেগ।
যার অভাবে মানুষ মারা যায় হেসে হেসে।
নষ্ট হওয়া যায় সহজে।
নষ্ট করা যায় মুহুর্তে।
চোখের জলের দাম মেলে না কিছুতে।
ভালবাসা কী?
কাকে বলে?
জানা নেই।
জানতে চাইও না।
এইটুকুন অন্তত বুঝি।
তোমাকে ছাড়া বাঁচবোনা।
0 comments:
Post a Comment