Some strange and extraordinary true love, you know what?







অনেকেই বলেন প্রেমে পড়লে মানুষ উদাসীন হয়ে পড়েন, ভাবুক হয়ে যান এবং কবি কবি ভাব চলে আসে। এই সকল কথা অনেকেই মজা করার জন্য বলে থাকলেও কিছু কিছু ব্যাপার আসলেই সত্যি। প্রেমে পড়লে মানুষের মধ্যে অনেক ধরণের পরিবর্তন আসে যা সম্পর্কে আমরা আসলেই তেমন কিছু জানি না।
প্রেম এবং প্রেমে পড়া বিষয়ক এমন অনেক তথ্য রয়েছে যা বলে দেবে প্রেম শুধুমাত্র মানসিক বা মনের ব্যাপার নয় এটি শারীরিক ব্যাপারও বটে। প্রেমের অসাধারণ কিছু ক্ষমতা রয়েছে যার সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। আমাদের আজকের ফিচার এই ভালোবাসা বিষয়ক অদ্ভুত ও অজানা কিছু তথ্য নিয়ে।
মাত্র ৪ মিনিটে মানুষ প্রেমে পড়েনঃ
মানুষ প্রেমে পড়তে মাত্র ৪ মিনিট সময় নিয়ে থাকেন। এই তথ্যটি যতোই আজব লাগুক শুনতে কিন্তু এটিই সত্য। এবং এই ৪ মিনিটে একজন মানুষের মস্তিষ্ক সামনের মানুষটির শুধুমাত্র কথা বলার ধরণ, নিজস্বতা এবং দৈহিক অঙ্গভঙ্গির উপরেই এই সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।
ভালোবাসার দৃষ্টির সাথে জড়িত হৃদপিণ্ডের স্পন্দনঃ
যখন প্রেমিক ও প্রেমিকা ভালোবাসামাখা দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকেন, তখন ২ সেকেন্ড পর তাদের হৃদপিণ্ডের স্পন্দন একই সাথে মিলে যায়। গবেষণায় প্রমাণিত হয় যে ভালোবাসাপূর্ণ দৃষ্টি বিনিময়ের সময় দুজনের হৃদপিণ্ড একই গতিতে স্পন্দিত হতে থাকে।
প্রেমে পড়ার এবং কোকেন নেয়ার অনুভূতি একইঃ
প্রেমে পড়লে মানুষের মস্তিষ্কে যে স্টিমুলেশন ঘটতে থাকে তা দেহে কোকেন প্রবেশ করলে মস্তিষ্কে যে স্টিমুলেশন ঘটে তার সমতুল্য। কোকেন গ্রহনে মস্তিষ্কের ১২ টি অংশের প্রদাহ বৃদ্ধি পায় যা প্রেমে পড়ার সমান।
ব্যথানাশক ঔষধ হিসেবে কাজ করে প্রেমের আলিঙ্গনঃ
ভালোবাসার আলিঙ্গনের রয়েছে ব্যথা দূর করার অবিশ্বাস্য ক্ষমতা। গবেষণায় দেখা যায় প্রিয় মানুষটিকে আলিঙ্গনের সময় দেহে যে হরমোনের নিঃসরণ ঘটে তা মস্তিষ্কের ব্যথা অনুভবের নার্ভকে শিথিল করে দেয় যা ব্যথানাশক ঔষধের কাজ।
একই ব্যক্তিত্বের মানুষের মধ্যে প্রেম দীর্ঘস্থায়ী হয় নাঃ
একই ব্যক্তিত্ব ও মনোমানসিকতা সম্পন্ন প্রেমিক/প্রেমিকার ভালোবাসার সম্পর্ক বেশীদিন টিকে থাকে না। এই থিওরির সাথে গবেষকগণ ‘Opposites attract’ বিষয়ের সাথে তুলনা করে থাকেন। কারণ পজিটিভ ও নেগেটিভ বিষয়টি সব সময়ই মানুষের মস্তিষ্কে প্রভাব বিস্তার করে থাকে।
ভালোবাসা বাড়ায় সৃজনশীলতাঃ
ভালোবাসার মানুষের কথা, মানুষটির সাথে কাটানো সময় এবং যৌন মিলনের কথা ভাবলে বা চিন্তা করলে সৃজনশীলতা বেড়ে যায় প্রায় কয়েকগুণ। এইসকল বিষয় মস্তিকের ৬ টি ইন্দ্রিয় সম্পূর্ণরূপে খুলে দেয়। যার ফলে মানুষ সৃজনশীল কাজে পারদর্শী হয়ে যান।

Share on Google Plus

About Zobayer Ahmmed

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment