প্রশ্ন ছিল আমার যোগ্যতা নিয়ে, আমি তোমার যোগ্য কিনা??
-প্রশ্ন ছিল আমার যোগ্যতা নিয়ে, আমি তোমার
যোগ্য কিনা??
উত্তর টা ছিল না...
একটা সময় ছিল যখন তোমাকে খুব চাইতাম...
তোমার কথায় অনেক কষ্ট পেতাম...
কষ্ট সহ্য করতে না পেরে দুচোখে বন্যা বইতো...
আর হাত জুড়ে থাকতো লাল তরলের প্রবাহ...
আজ সব বদলে গেছে...
আজ নিজেকে অন্য ভাবে চিনিয়েছি সবার কাছে...
আমার কাছে তোমার ফিরে আসার পথ আরও সংকীর্ণ
করে দিলাম...
আগে চাইলেই আমার কাছে ফিরতে পারতে...
এখন আর তা হবার নয়...
এবার আমাকে খুঁজে বের করতে হবে...
খুঁজে পেলেও যে খুব বেশি কিছু হবে তা নয়...
এবার আমার কাছে ফিরতে হলে তোমাকে সেই
যোগ্যতার প্রশ্নটার সামনে দাড়াতে হবে...
তুমি ফিরতে চাইলে, আমি তোমাকে ফিরিয়ে নেব
কিনা জানি না...
তবে আমার চোখের পানির হিসেব আমি নেব...
সেদিনের বোকা মেয়েটা আজ চালাকও হয়ে যায় নি...
শুধু তোমাকে তার জীবন থেকে মুছে দিতেচেয়েছে...
এই বোকা মেয়েটার জীবনে কিছু লেসনের
দরকার ছিল যা তুমি দিয়েছে...
আমি কৃতজ্ঞ সে জন্য...
যতবার আমি ঘুরে দাঁড়িয়েছি কোন না কোনঝড়
এসে আমাকে ফেলে দেয়...
এবার আর পড়ে যেতে চাই না...
তাই তোমার ফিরে আসার পথ অনেকটাই বন্ধ
করে দিয়েছি...
তবু তোমাকে ফিরে পেতে ইচ্ছা করে...
তার একটাই কারন তোমাকে খুব ভালবাসি...
কেন ভালবাসি তা জানি না...
তোমার মত এত হিসেব করে আমি পথ
চলতে জানি না...
এত কারন ও আমার জানার দরকার
হয় না...
0 comments:
Post a Comment