ভালবাসার কাছে প্রেমের পরাজয় !!!!!

প্রেম জিনিসটা তেমন বুঝি না কিন্তু
ভালোবাসাটা যেআর প্রেমের
মাঝে যে একটা পার্থক্য আছে তা আমার
একটা ধারণা বা বিশ্বাসই ধরতে পারেন ৷
☞☞☞
ভালোবাসাটা কে আমি স্নেহের
সাথে তুলনা করি ৷
এখানে প্রেমকে আমি ছেলে-মেয়ে, যুবক-
যুবতীর সাথে তুলনা করছি ৷
⇄⇄⇄ ভালোবাসা ⇄⇄⇄
ভালোবাসা কে আমি সর্বজনীন একটা বিষয়
মনে করি ৷
ভালোবাসা প্রায় সবার সাথেই হয়ে থাকে ৷
যেমনঃ মা-বাবা , ভাই-বোন, দাদা-দাদী,
চাচা-চাচীর ও অন্যন্য আত্মীয়র
মাঝে যে একটা সম্পর্ক তাই বুঝি ৷
আবার একটা ছেলে-মেয়ের মাঝেও
ভালোবাসা হতে পারে ৷
যা একটা ভালো বন্ধুত্ব এর মাঝেও
হতে পারে ৷
একটা ভালো বন্ধুত্ব সর্বদাই থাকে হোক
দুর্দিন আর সুদিন ৷
কিন্তু আমি ভালোবাসাকে সর্বদাই
দীর্ঘস্থায়ী বলি ৷
ভালোবাসা কখনও হারিয়ে যায় না ,
ভালোবাসা সর্বদাই পাশে থাকে ৷
⇄⇄⇄ প্রেম ⇄⇄⇄
প্রেমকে আমি ক্ষণস্থায়ী বলব
না চিরস্থায়ী বলব বুঝি না ৷
কিন্তু একটা আমার বিশ্বাসও বলতে পারেন
কারণ আমি যে কয়টি ছেলে-মেয়ের প্রেম
দেখিছি বা শুনেছি, সবার শেষ পরিনতি খুব
একটা ভালো হয় নি ৷ সেটা বলব ছেলে,
মেয়ে, পরিবারের জন্যে এর শেষ টা তেমন
ভালো হয় না অনেকটা দুঃখই থাকে।

Share on Google Plus

About Zobayer Ahmmed

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment