শুধুই স্বপ্ন, আর ভালবাসা-
-এই সোনা পাখি।
ঘুমিয়ে গেছিস নাকি?
ইচ্ছে করছে এলোকেশে, নাক ডুবিয়ে ঘ্রাণ নেই।
এমন ঘন কালো চুলে, চুপটি করে ডুব দেই।
চোখের পাতায় উষ্ণ ছোঁয়ায়- ভালবাসার পরশ মাখি।
এমন রাতে ঘুম কুমারীর- ঠোটের মাঝে ঠোট রাখি।
বুকের খাজে গরম শ্বাসে- শীতল দেহ তপ্ত করি।
নদীর ঘাটে বইঠা হাতে- উতালা ঢেউ দেই পাড়ি।
এই পাগলী! ওঠ না! একটু ঝগড়া করি।
অভিযোগের ফুলঝুরিতে- বনে যা তুই অভিমানী।
চোখের পাতায় চোখ রেখে- দুজন মিলে স্বপ্ন খুঁজি।
এমন রাতে চাঁদের সাথে- লুকোচুরি খেলা খেলি।
চুপিচুপি পুকুর ঘাটে- শাপলা তুলে মালা গাঁথি।
বধূর সাজে দুষ্টু লাজে- থাক না বসে ঘুমটা টানি।
এই লক্ষী! -দেখ না একটু আখি তুলি।
কিসের অশ্রু চোখের কোনে- জমাট বাধে কেমন করি।
দিনগুলো মোর দীর্ঘ কত- স্বপ্ন ভাঙ্গা এমন নিশি।
ফেলে যাওয়া পথের ধুলোয়- তোর শরীরের ঘ্রাণ খুঁজি।
বিশ্বাস কর,
তোর কপলের কালো টিপ- ভিষন ভাবে মিস করি।
শূন্য হাতে উন্মাদ বেশে- নিকোটিনের ধোয়ায় মিশি। বুঝলি না তুই একটিবারও- তোকে সত্যিই ভালবাসি।
0 comments:
Post a Comment