জীবনের নিঃসঙ্গ পথে চলতে চলতে,
আকস্মিক তোমার সাথে দেখা ।
অজানা-অচেনা তুমি , তবু যেন কত পরিচিত ।
যুগ জন্মান্তরের চেনা ।
ভাবি এই বুঝি আমার ঠিকানা,এখানেই বুঝি পথচলা শেষ।
এখানেই বুঝি ভালবাসার ছায়ায় অবিরাম বিশ্রাম।
কিন্তু সব ভাবনা কি সত্যি হয় ?
একদিন কাছে এসে ও কাছের মানুষ হারিয়ে যায়।
আবার এই আমি সেই আমি হয়ে যাই।
অসহায়,নিঃসঙ্গ,বিপন্ন,লক্ষ্যবিহী্ শুরু হয় আবার পথচলা।
যে যায় সেকি ফিরে আসে ? আসে না।
আসবে না একমও তো বলা যায় না,আসতেও তো পারে ?
ফিরে আসবে একথা ভেবে কল্পনায় সুখ পাই আমি।
আবার যেই আসি বাস্তবে ফিরে,তখন বুঝতে পারি।
বেশ বুঝতে পারি আমি, আর ফিরবে না সে ।
ফিরবে না সে, তবুও প্রতীক্ষাই থাকি আমি।
আমার অনন্তকাল প্রতীক্ষাই কি ভালবাসা ?

0 comments:
Post a Comment