যে মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে চায়। তাকে যেতে দাও।
এই পৃথিবীতে সবকিছু ধরে রাখা যায়,শুধু মানুষকে ধরে রাখা যায়না।
ভালোবাসা হলো হৃদয়ের বন্ধন। এই বন্ধন ছিঁড়ে কেউ যদি হারিয়ে যেতে চায়, তাঁকে যেতে দাও।
তুমি তাঁকে চাও সেটা নির্ণেয় নয়,বরং সে তোমাকে চায়না এটাই বাস্তব।
পৃথিবীতে কিছু ফিরে পাওয়া গেলেও কিন্তু হারিয়ে যাওয়া মানুষটাকে কোনদিন ফিরে পাওয়া যায়না।
ফিরে পাওয়া গেলেও মানুষটাকে ফিরিয়ে আনা যায়না।
যেই মানুষটা তোমাকে ছেড়ে যাবে সে কোনদিন তোমাকে ভালোবাসেনি।
শুধু সময়ের প্রয়োজনে কাছে এসে কিছুদিনের জন্য অভিনয় করেছিলো মাত্র।
আর বাস্তবতার প্রয়োজনে দূরে সরে গিয়েছে।
এই পৃথিবীর মানুষ গুলো সত্যিই অদ্ভুত।
ভালোবেসে স্বপ্ন দেখিয়ে কাছে টেনে আবার দূরে ঠেলেও দিতে পারে।
কোন বন্ধন এই মানুষগুলোকে আঁটকে রাখতে পারেনা।
সবার দুঃখ বুকে চেপে হাঁসা যায়। কিন্তু প্রিয় মানুষগুলো দুঃখ দিলে মানা যায় না।
কিভাবে একজন মানুষ এভাবে ছেড়ে চলে যেতে পারে?
যেই দুই জন হাত ধরে আজ বহুদূরের পথটি হেঁটে এসেছে।
একটি হাত যখন মাঝপথে ছেড়ে চলে যায়।
তখন দ্বিতীয় হাতের অবস্থান কোথায় হবে একটিবারের জন্যও ভাবেন।
শুধু হাতটা ছেড়ে দেয়ার সময় ছোট্ট করে বলে দেবে- "ভালো থেকো,
আমি তোমাকে ভালোবাসতে পারলাম না"।
তখন একা মানুষটার মাথায় আকাশ ভেঙে পড়ে। পায়ের নিচের মাটি গুলো পাথর হয়ে যায়।
সুঁতা বিহীন ঘুড়ির মত এলোমেলো হয়ে য়ায় জীবনটা। হারিয়ে য়ায় জীবন থেকে সব কিছু।
মাঝপথে একা করে পাশের প্রিয় মানুষটি যখন চলে যাওয়ার সময়ে বলে দেয়,
"ভালো থেকো"। তখন যদি সত্যিকার অর্থে ভালো থাকা যেতো।
তাহলে এই পৃথিবীর মানুষগুলো হারিয়ে ফেলার বেদনায় কোনদিন কাঁদতো না।
এই একা মানুষটা নিজেকে আর নিজের পথে রাখতে পারে না।
এত সুখের এই জীবনটা তখন মেঘে মেঘে চেয়ে অন্ধকার হয়ে য়ায়।
বজ্রপাতের লেনিহান শিখায় ঝলসে য়ায় হৃদয়টা।
তখন মানুষটাও পাথর হয়ে য়ায়, মেনে নেয় সব নিষ্ঠুরতা।
কতটা ব্যথা হৃদয়ে লুকিয়ে মানুষটার চোখের অশ্রু আসে। তা শুধু সেই মানুষটাই বলতে পারে।
কেউ কাউকে ছেড়ে গেলে আটকিয়ে রাখা যায়না।
শুধু মানুষটার স্মৃতিগুলো স্মরণ করে নীরবে কাঁদতে হয়।
যে মানুষটা মাঝপথে ছেড়ে চলে যায়। ঐ মানুষটা যদি একটিবার পিছনে তাকাতো।
একটিবার যদি দ্বিতীয় মানুষটার জাগায় নিজেকে বসিয়ে চিন্তা করতো।
তাহলে কখনো ছেড়ে যেতো না। কাছে ডেকে হটাৎ দূরে ঠেলেও দিত না।
পৃথিবীর মানুষ দুই কারণে খুব বেশী কাঁদে।
একটি হারিয়ে ফেলার বেদনায় আরেকটি পাওয়ার আশায়।
তুমি যেই মানুষটাকে মাঝপথে ছেড়ে গিয়ে অন্য কারো হাত ধরবে।
ভেবে দেখ,একদিন হয়তো ঐ মানুষটাও তোমাকে ছেড়ে চলে যাবে অন্য কারোর হাত ধরে।
তখন তোমার কি হবে ? তাই এইভাবে ভালোবাসার অবহেলা করো না।
যে মানুষটাকে স্বপ্ন দেখিয়ে মিথ্যার জালে আটকে দিয়ে চলে গিয়েছ আজ।
ভেবোনা পার হয়ে গেছো। অত সহজ না।
হয়তো তোমারও সম্মুখে এমন কেউ অপেক্ষা করছে।
যে তোমাকেও এমন ধোকা দিতে দ্বিধাবোধ করবেনা।


0 comments:
Post a Comment