শীতের অলস দুপুর। অলস সময় কাটানোর অহেতুক প্রচেষ্টা চালাচ্ছি। কোন অজানা কারনে তোমাকে খুব বেশি মিস করছি। হঠাত কিছু লাইন মাথায় আসলো । তোমাকে উৎসর্গ করে লিখে রাখছি... জানি এসবি কল্পনা, তবুও কল্পনার জগতে ডুবে থাকতে ভালোই লাগে মাঝে মাঝে। মাঝে মাঝে মনে হয়, জীবনটা যদি সত্যিই সপ্নের মত হত !!
কত কত কল্পনা আছে তোমাকে নিয়ে জানো? কখনো বলতে পারিনি। কখনো বোধয় পারবোও না। ভয় লাগে তোমাকে আমার কল্পনাগুলো শোনাতে। তুমিই তো একদিন বলেছিলে, কারো কল্পনায় তুমি কখনো থাকতে চাও না। তবুও তোমায় নিয়ে একঝাক কল্পনায় উড়ে বেরাই আমি। সপ্নিল আকাশে একটুকরো ধ্রুব তারা হয়ে অপরূপ সুন্দরী এক রাজকন্যাকে নিয়ে উড়ে বেরাই একরাশ কল্পনায়। যা হয়ত কখনো সত্যি হবে না... কখনো না...
তবুও, এই অবুঝ মনের মনগড়া কিছু লাইন তোমাকে নিয়ে লিখলাম।
সত্যি জানো, এ অবুঝ মন শুধু তোমাকেই চায়। তোমাকে যে অনেক ভালোবেসে ফেলেছি ...
0 comments:
Post a Comment