ভালবাসা কি?তুমি জানো........
যখন দুটি মানুষের সম্পর্ক এতটাই গভীর হয়ে
যায় যে তা
তাদের আত্মাকে ছুঁয়ে নেয়, তখন তাকে
ভালবাসা
বলে। দুজন মানুষের পছন্দ যে এক হবে
সেটা নয়,
ভালবাসা মানে সেটা যখন দুজন
মানুষের পছন্দ গুলো
বিপরীত হওয়ার পরেও একজনের জন্য
অন্যজনের
পছন্দটাকে নিজের করে নেওয়া।
ভালোবাসা মানে
কখনোই পাওয়া শব্দটা আসে না,
ভালবাসার প্রকৃত তৃষ্ণা
মেটায় দেওয়ার মাঝে। ভালবাসা
মানে একটা মানুষের
জীবনের সব কর্তৃত্ব অন্যের হাতে তুলে
দেওয়ার
মাঝে নয়, ভালবাসা মানে একটা
মানুষের জীবনের সব
অধিকার গুলো নিজের হিসাবে আদায়
করে নেওয়ার মাঝে।
আবেগ দিয়ে জীবন চলে না,
ভালবাসা মানে বাস্তবতার
সব প্রতিবন্ধকতা ডিঙিয়ে আবেগ
গুলোকে অপরিবর্তিত
ভাবে আগলে রাখা।
.
ভালবাসায় মানুষ কেবল যে সুখ পাবে
সেটা নয়, তখন
সেটা একগুঁয়েমি হবে, সেটা কখনই
ভালোবাসার সম্পূর্ণ
রূপ হতে পারে না। ভালবাসা মানে সব
দুঃখ গুলো সহ্য
করা, আর সুখ গুলোকে ভাগ করা। যে
ভালোবাসার সম্পর্ক
কষ্টের মাত্রা সহ্য করতে না পেরে
একসময় আলাদা হয়ে
যায় সেটাকে কখনোই প্রকৃত ভালবাসা
বলা যায় না।
সত্যিকারের ভালবাসা সেটা
যেখানে সব দুঃখ-কষ্ট গুলে
দিনের পর দিন সহ্য করেও সম্পর্কের বন্ধনটা
অটুট থাকে
সবসময়।
ভালবাসা মানে প্রতিদিন নতুন
নতুন বিষয় নিয়ে জগড়া
করা নয়, ভালবাসা মানে একটা
জিনিসকে নিয়ে হাজার বার রাগ-
অভিমান অত:পর আবার সবঠিক। ভালবাসা
মানে একটা ছোট্ট
দোষের জন্য হাজারটা সরি বলা,
ভালবাসা মানে হাজারটা
দোষের জন্য একটা ছোট্ট সরি বলা।
ভালবাসা মানে
একরাশ দুঃখ আর এক বিন্দু জল, ভালবাসা
মানে একটা
ছোট্ট কারণ আর অফুরন্ত খুশি। ভালবাসা
মানে একটা মানুষ
প্রতিদিন রাগ করবে আর আরেকটা মানুষ
প্রতিবার রাগ ভাঙাবে।
যে খুব বেশি রকমের ভালবাসতে
জানে সে ততটা
বেশি ভালো রাগ ভাঙাতে নাও পারতে
পারে, কিন্তু যে
সবথেকে বেশি ভালো রাগ ভাঙাতে
জানে সে ঠিকই
সবথেকে বেশি ভালবাসতে জানে।
.
ভালবাসা মানে কেবলই ভালবাসা
নয়, ভালবাসায় মিশে
থাকে একটু খানি মান-অভিমান, অনেক
গুলো দুষ্ট-মিষ্টি গল্প,
একটুখানি সুখ আর তারও অধিক কষ্টের
ছুঁয়া.... ভালবাসা
মানেই এগুলো, আর এগুলো মানেই
ভালবাসা।

0 comments:
Post a Comment