I mean love.

ভালবাসা মানে ছাই;
দাউদাউ থেকে ধিকিধিকি জ্বলে,
ধোঁয়া-কুন্ডলী নাই।

ভালবাসা মানে পাথর;
জগদ্দলের গড়িয়ে যাওয়ায়
শ্যাওলা হচ্ছে কাতর।

ভালবাসা মানে ধুলো;
লিলুয়া বাতাসে উড়িয়ে নিয়ে সে
পায়ের আঙ্গুল ছুঁলো।

ভালবাসা মানে কারাগার;
স্বেচ্ছাশ্রমের শ্বেদবিন্দুতে
গোলকধাঁধার পাগাড়।

ভালবাসা মানে বলি;
যুপকাষ্ঠে গর্দান পেতে হাতে
তুলে দেয়া ভোঁজালি।

ভালবাসা মানে কত কি...
কারও মতে তাই পরম মোক্ষ্য,
কেউ ভালবেসে পাতকী।
Share on Google Plus

About Zobayer Ahmmed

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment