তোমার কি একবারও বলতে ইচ্ছে করে না আমাকে,
একবারও পলক ফেরাতে ইচ্ছে করে না আমার প্রতি-
কৃতজ্ঞতার দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি
অথচ একবারও উচ্চারণ করলে না
প্রিয় দিগন্তের কথা, স্নিগ্ধতার উচ্ছ্বাসে
এইমাত্র প্রার্থনা থেকে অফুরন্ত অবসর আমার!
তোমার চোখে অনুতপ্ত ঈভের কারুকাজ
কোমলতার ভেতর থেকে তুমি হয়ে ওঠছো সচেতন
এক্ষুণি জানিয়ে দাও প্রতিশ্রুতির শেষ উচ্চারণ
আঁচলে তোমার হাত গোটানো দেখলে অবাক হয়ে যাই
কেমন মুগ্ধতার আশ্বাসে অভিভূত হয়ে
প্রেমের নির্ভরতার জন্যে তাকিয়ে থাকি
শুধু একবার অবিশ্রান্ত ঢেউয়ের মতো
তুমি জানিয়ে দাও ঈভের শপথে।
কেবলই উদ্যমের পাশে আমার স্বপ্নের গাঙচিল
তোমার হাতে আমার হাত- বিশ্বাসের প্রতীক।
- Blogger Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment