কোথায় যেন এক শুন্যতা কাজ করে
যখনি তোমায় মনে পড়ে
কোথায় যেন হারিয়ে যাই শত মানুষেরও ভিরে
যখনি তোমার কথা মনে পড়ে।
হাজার কাজের ব্যস্ততার মাঝে মন সরে রয় দূরে
যখনি তোমায় মনে পড়ে
সোনালী ল্যম্পপোস্টের আলোয় একাকি পথ চলি ফুটপাথ ধরে
যখনি তোমার কথা মনে পড়ে।
মেঘ বৃস্টি হয়ে ঠিক কান্না ঝরায় চারিদিক কালো করে
যখনি তোমায় মনে পড়ে।
চাঁদ ঠিক ঠিক মেঘের কোলে মুখ লুকায় জ্যোৎস্না হারায় দূরে
যখনি তোমার কথা মনে পড়ে।
শয়নে স্বপনে কিংবা জাগরনে মন ছুটে চলে কোন সুদূরে
যখনি তোমায় মনে পড়ে।
পাওয়া আর না পাওয়ার টুকরো বেদনাগুলি হ্রদয় ভার করে
যখনি তোমার কথা মনে পড়ে।
কোথায় হারিয়ে গিয়েছ আজ কোন সীমানার ওপাড়ে
এখন শুধু যে তোমার কথাই মনে পড়ে
আর মনে পড়ে আর মনে পড়ে
সহস্র কাজেরও ভিরে।
- Blogger Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment