দুঃখ ভরা জীবন আমার
তানভীর আহমেদ
"দুঃখ ভরা জীবন আমার,
কষ্ঠে ভরা বুক, বেদনা
ভরা দুটি চোখে ঝরে
শুধু দুখের আশ্রু। এত
কষ্ঠে জীবন আমায়
কেন দিলে বিদি,
যেখানেই যাই সেখানেই
অবহেলা আর লান্চনায়
কেটে যায়। দুঃখ ভরা জীবন
আমার,লোকে বলে জন্মের
সময় খেয়েছে ওর মাকে,
বল বিদি মানুষের এই
অপবাদ নিয়ে কেমন
করে বাচি এত কষ্ঠের
জীবন আমার কেমন
করে রাখি আকাস ভরা
তারা আছে সগরের মঝে
ঢেউ আমার এই জীবন
মাঝে রইলোনাত কেউ
দুঃখ ভরা জীবন আমার
কষ্ঠে ভরা বুক",?
- Blogger Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment