তুমি বরুনা হলে হব, আমি সুনিল
তুমি আকাশ হলে হব, সঙ্খ চিল
তুমি নদি হলে হব, আমি জল
তুমি শ্রাবন হলে হব, শ্রাবন ঢল
তুমি পাহাড় হলে, হব আমি সবুজ
তুমি শাষন করলে হব, আমি অবুজ
তুমি অরন্য হও, হব পাখি
তুমি অশ্রু হও , হয়ে যাব আঁখি
তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম
তুমি নকশী কাঁথা হলে, হব কারু হেম
নানা না না না নানা না না নানা নানা
তুমি রাত্রি হলে, হব নিরবতা
তুমি দুঃখ হলে, হব তার ব্যাথা
তুমি প্রকৃতি হও, হব তার ছবি
তুমি কবিতা হলে, হব তার কবি
কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি,
আর তুনি ছাড়া আমার জীবন কাটাবে ভেবেই কেঁদেছি~~~ ।
কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি
আর তুনি ছাড়া আমার জীবন কাটাবে ভেবেই কেঁদেছি~~~।
ব্যাথা দিয়ে ঢেকেছো আশা, দুঃখে সাজিয়েছো ভাল বাসা
হৃদয় বীনার তার ছিড়েছো, দূরে সরে গিয়ে মোরে ভূলেছো~~~।
কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি
আর তুনি ছাড়া আমার জীবন কাটাবে ভেবেই কেঁদেছি~~~।
শুরুতে হয়েছে যা শেষ, রয়ে গেছে তবু তার রেশ,
মমতায় গড়েছিলে যে বাধন, কোন ভূলে ভেঙ্গে দিলে সে সপন~~~।
কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি
আর তুনি ছাড়া আমার জীবন কাটাবে ভেবেই কেঁদেছি~~~
- Blogger Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)


0 comments:
Post a Comment